স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কাকরাইল মসজিদের সামনে তাবলীগ-জামাতের দুই পক্ষের সংঘর্ষ সৃষ্টির পূর্বমুহূর্তে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে আটক করা হয়।
রমনা থানার ডিউটি অফিসার এসআই হুমায়ুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাবলীগ-জামাতের কিছু সদস্য তাদের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় তাবলীগের নেতা ওয়াসিফুল ইসলামের ডান হাত নামে পরিচিত মাহফুজুল হান্নান তাদেরকে আক্রমণ করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। এক পর্যায়ে মাহফুজুল হান্নানসহ তার সঙ্গে থাকা অন্যরাও সাধারণ সদস্যদের মসজিদের পাশের একটি রুমে নিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ উত্তেজিত অবস্থা নিয়ন্ত্রণ করে ২৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তিনি আরো জানান, আটককৃতরা তাদেরকে মারধরের অভিযোগও করেছেন।