স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নর্দমার কীট আখ্যায়িত করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বঙ্গবন্ধু হচ্ছেন হিমালয় পর্বত, যার সুবাতাস সারা দেশে ছড়িয়ে রয়েছে। কিন্তু তারেক জিয়া নর্দমার স্তুপের মাছির মত, যাকে নিয়ে আলোচনা করা যায় না।’
বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গীতে কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক জিয়ার কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তার বাবা-মাও বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের মন্তব্য করেননি। তবে তার বাচালতায় কবরে হয়তো জিয়া হেসে উঠে বলতেন, আরে বাচাল ছেলেটা বলে কী।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, টঙ্গী আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, আজাহার উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বেশ কয়েকটি স্টলে হরেক রকমের পিঠা প্রদর্শিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, শিক্ষানুরাগী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।