স্টাফ রিপোর্টারঃ টঙ্গীতে জামায়াতের ডাকা দুই দিনব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে আজ বুধবার টঙ্গীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির নেতৃত্বে সকাল ১১টায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার হয়ে পুন:রায় নতুন দলীয় কার্যালয় গিয়ে প্রতিবাদ সভা মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মতিউর রহমান মতি, টঙ্গী সাধারণ সম্পাদক রজব আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আজহার উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ উসমান আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর মোঃ আবুল হোসেন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, সিরাজুল হক সিরাজ, খোরশেদ আলম, শাহ্ আল, মামুনুর রশিদ মোল্লা, আব্দুল আলীম, খন্দকার আলী আহম্মেদ সরকার মিঠু, আয়শা আক্তার আসা প্রমুখ।
অপরদিকে টঙ্গী থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার নেতৃত্বে টঙ্গী হোসেন মার্কেট থেকে জামায়াতের ডাকা দুইদিন ব্যাপী হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল টঙ্গী হোসেন মার্কেট এলাকা থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট হয়ে পুন:রায় হোসেন মার্কেট গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সিরাজুল হক সিরাজ, টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর সমন্বয় পরিষদের সভাপতি কে এম শাহ আলম, সারোয়ার হোসেন, সানাউল্লাহ মোল্লা, সফিউদ্দিন, জালাল আহম্মেদ, নিজাম উদ্দিন, মোফাজ্জল হোসেন প্রমুখ।