রেজাউল কবির রাজিবঃ টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ২০১৪ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এড. মোঃ শাহজাহান মিয়া, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আব্দুর রহমান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অভিভাবক ফোরামের যুগ্ম-আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম বেপারী, প্রভাতী শাখার প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার প্রধান মোঃ মজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টার, আবুবকর সিদ্দিক, মোঃ জাকির হোসেন, চৌধুরী আশরাফুল আলম, রিনা রানী গাঙ্গুলি প্রমুখ।
ফলাফল প্রকাশ শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।