স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে ডাকাতি করতে গিয়ে ছুরি মেরে এক র্যাব সদস্যের স্ত্রীকে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
"গ্রেপ্তারদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, বাকি তিনজন তাদের সহযোগীতা করেছিলেন।" হত্যায় ‘সরাসরি জড়িত’ চারজনের মধ্যে একজনের নাম আবুল বাশার হাওলাদার, বাড়ি পটুয়াখালির বুনিয়া এলাকায়। গ্রেপ্তার অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
দুপুরে র্যাব-৪ এর মিরপুর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার অন্যদের নাম এবং এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
গত ৮ নভেম্বর গ্রেপ্তাররা গাজীপুরে ওই র্যাব সদস্যের বাসায় ডাকাতি করতে যায়। ওই সময় র্যাব ৪ এ কর্মরত রুহুল আমিনের স্ত্রী সালমা সুলতানা সাথী তাদের বাঁধা দিলে ডাকাতরা তাকে ছুরি মেরে হত্যা করে।