ডেস্ক রিপোর্টঃ আমস্টারডাম বিশ্ববিদ্যালয় প্রতষ্ঠিত হয় ১৬২৩ সালে। এখানে রয়েছে লেখাপড়ার এক মনোরম পরিবেশ। শিক্ষার্থীরা এখানে শিক্ষার সকল ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়টি ২০১৪ সাল থেকে সাড়া বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করবে।
স্কলারশিপের নাম : আরমস্টারডাম এক্সিলেন্স স্কলারশিপ।
স্কলারশিপের সংখ্যা : বিশ্ববিদ্যালয়টি নেদারল্যান্ড সরকার কর্তৃক পরিচালিত। এ বিশ্ববিদ্যালয়ে সাড়া বিশ্ব থেকে মেধাবীদের নেয়ার জন্য অনির্ধারিত সংখ্যক স্কলারশিপের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। যাতে আবেদনকারীদের মধ্য থেকে যাচাই করে নেয়া হবে মেধাবী শিক্ষার্থী।
ডিগ্রি : মাস্টার্স।
শিক্ষার বিষয় : সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো কোন বিষয়ে বিদেশ থেকে ডিগ্রি আনাই মূল লক্ষ্য থাকে মেধাবীদের। আর সে সুযোগটিই দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। স্কলারশিপ পেয়ে গেলেই পড়তে পারবেন নিম্নলিখিত বিষয়গুলোতে:
• Amsterdam Law School
• Faculty of Economics and Business
• Faculty of Science
• Graduate School of Child Development and Education
• Graduate School of Communication
• Graduate School of Humanities
• Graduate School of Psychology
• Graduate School of Social Sciences
যা যা পাবেন: একজন শিক্ষার্থীকে মাস্টার্স সম্পন্ন করতে যেসব সুযোগ-সুবিধা দেয়া দরকার সবই দেয়া হবে। এক বছরে দেয়া হবে ২৪ লাখ ২৫ হাজার টাকা। আর চিকিৎসা সেবা ও ইন্সুরেন্স সেবা তো থাকছেই।
কাজের সুযোগ : সরকার সে দেশে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের সপ্তাহে পার্টটাইম কাজের সুযোগ দেয়। আর জুন থেকে আগস্ট এ তিন মাস গ্রীষ্মকালীন ছুটিতে ফুলটাইম কাজের সুযোগ আছে। এখানকার জনবহুল ও ব্যস্ত নগরীগুলোয় কাজের সুযোগ তুলনামুলক বেশি। ডাচ এবং ইংরেজিতে পারদর্শী হলে রেস্টুরেন্ট, দোকান ও শপিংমলে কাজ করে ৮-১২ ইউরো আয় করা যায়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সাড়া বিশ্ব থেকে পড়তে আসা মেধাবী শিক্ষার্থীরা হবে আপনার সহপাঠী। জানতে পারবেন বিশ্ব মানুষের সংস্কৃতি।
যোগ্যতা:
• ইংরেজী ভাষায় দক্ষতার সার্টিফিকেট
• ইউরোপের ভিসা থাকা যাবেনা
• ইউরোপ থেকে অন্য অন ডিগ্রি থাকা যাবেনা
• ডাচ এ্যাম্বাসি থেকে অনুমতি পত্র জমা দিতে হবে
• মাস্টার্সে থাকতে হবে ফার্স্ট ক্লাস
ডেডলাইন: আবেদন শুরু হয়েছে ২০১৪ সালের নভেম্বরের শুরু থেকে। শেষ হবে ২০১৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.uva.nl/en/education/master-s/finance/scholarships-and-loans/amsterdam-excellence-scholarship/amsterdam-excellence-scholarship.html