ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ২০০ ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। মারকাব, সালিহিয়া ও আউদ জেলায় শুক্রবার মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। খবর আরব নিউজের
আটক হওয়া নারী, পুরুষ ও শিশু সরকারি হাসপাতাল, পার্ক, শপিং মল ও ট্রাফিক লাইটের কাছাকাছি নিয়মিত ভিক্ষা করতেন।
পুলিশ জানায়, তারা বেশকিছু ভিক্ষুক খুঁজে পেয়েছে; যাদের প্রত্যেকের কাছে ২০ হাজার সৌদি রিয়ালের বেশি অর্থ পাওয়া গেছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া ভিক্ষুকদের অধিকাংশই বিদেশি। প্রতিবেশী আরব দেশগুলো থেকে তারা এসেছে বলে ধারণা করা হচ্ছে। ভিক্ষা করার সময় তারা বেশ সাবধানী থাকতেন। কারণ একটাই নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে চলা।