স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের পাইপে পড়ে যাওয়া শিশু মো. জিহাদকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া তিন তরুণকে সম্মাননা জানিয়েছে এথিকস ক্লাব বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নৈতিকতা দিবস উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন শফিকুল ইসলাম, সুজন দাস ও শাহ মোহাম্মদ আবদুল্লাহ আল মুন। সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস তাঁদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিশু জিহাদের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়।
গত ২৬ ডিসেম্বর বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ওয়াসার পরিত্যক্ত ও অরক্ষিত পাম্পের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর পরদিন বেলা তিনটার দিকে অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই কয়েকজন তরুণ নিজেদের তৈরি খাঁচার মাধ্যমে জিহাদকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিসচিব বলেন, সমাজ থেকে সত্যিকারের কিছু মানুষ বেরিয়ে আসুক, যারা ভবিষ্যতে দেশকে নিজেদের কাঁধে তুলে নেবে।
অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা জ্যাঁনেসার ওসমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সমীরণ বাউল। পাংশু শিরোনামের নারী নির্যাতন ও উত্ত্যক্তকরণবিরোধী নাটক মঞ্চায়ন করে সাত্ত্বিক নাট্য সম্প্রদায়।