স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড ও গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বিশ্ব ইজতেমাগামী তিন মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা: রোববার সকালে পৌনে ৮টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় দুই মুসল্লি। পরে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যাচ্ছিল। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফজলুর রহমান ও ঢাকা রামপুরর হারুনুর রশিদ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পারাবাত এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে মুসুল্লিরা আখেরি মোনাজাতে যোগ দিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। কুড়িল বিশ্বরোড এলাকা দিয়ে যাওয়ার সময় ছাদ থেকে দুই যাত্রী পড়ে যান। দুজনই ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
গাজীপুর: সকালের কোনো এক সময় টঙ্গী রেলওয়ে স্টেশন-সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৭ বছর।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ওই যুবক কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা জানা যায়নি। সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক ইজতেমায় এসেছিলেন কি না, তা জানা যায়নি।