স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হকের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
বিকেলে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মোঃ শাহাদাত হোসেনকে সভাপতি ও মোঃ ফরিদ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছিম কবীর, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, মুক্তিযোদ্ধা অধ্যাপক নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সেলিম আজাদ, যুবলীগ নেতা আজাহার আলী প্রমুখ।