স্টাফ রিপোর্টারঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী অনির্দিষ্টকালের নবম দিনে সারাদেশের ২৭৬ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবিরের দুই কর্মীকে আটক করে রামপুরা থানা পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে বনশ্র্রী এফ ব্লকের ফরায়েজী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
সিলেট: নগরীতে মিছিল করার সময় বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় তাদের আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
খুলনা : বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বুধবার খুলনায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলছে।
এদিকে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগরী থেকে ৫৩ জনকে আটক করা হয়েছে।
পিরোজপুর: অবরোধকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছবাহী একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।
বুধবার ভোরে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সেনের টিকিকাটা এলাকার গাজীবাড়ি এলাকায় এ আগুন দেয়া হয়।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে মনির হোসেন মুন্সি (২৫) নামে এক শিবির কর্মীকে আটক করেছে।
চাঁদপুর: চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর: মেহেরপুরে নাশকতার আশঙ্কায় ২০ দলীয় জোটের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
সাতক্ষীরা: সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ দলীয় জোটের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় গাজীপুর সদরে ৫ জন, টঙ্গীতে ১ জন ও শ্রীপুরে ৪ জনকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা ও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল: নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ছয় কর্মীসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
নোয়াখালী: নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার ইলিয়াস শরিফ (এসপি) আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান।
কুমিল্লা: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালায়। তবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হুদাসহ তিন বিএনপি-জামায়াত নেতাকে বুধবার আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা : শহরের কোর্ট এলাকা থেকে বুধবার পুলিশ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মীকে আটক করেছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার নেতৃত্বে দুপুর ১টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে যাচ্ছিলেন। পথে কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল ছয় নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা শহরে হরতাল ও অবরোধে নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলা জামায়াতের আমির রিয়াজ উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ।
রাত ৮টার দিকে মদন বাজার থেকে তাকে আটক করা হয়।
মাগুরা: জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল ও ছাত্রদলের সভাপতি এডভোকেট কবির হোসেনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বিকালে পুলিশ শহরের দোয়ারপাড় ও কেশব মোড়সহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১৫ নেতাকর্মীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই গ্রেফতার অভিযান চলবে।