গাজীপুর অনলাইনঃ নাশকতায় জড়িত থাকা, অর্থের যোগান দেয়া, মদদ ও পরিকল্পনার অভিযোগে গাজীপুরে বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাঊল হাসান রেজা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জয়দেবপুর থানাধীন বোর্ড বাজারের বড় বাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী মিতা (৪৮), একই রাতে তেলিপাড়া এলাকা থেকে গাজীপুর সিটির ১৮নং ওয়ার্ডের জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর (৩৫) ও জামায়ত কর্মী হেলাল উদ্দিন (৩০) এবং হাড়িনাল এলাকা থেকে যুবদলকর্মী পেট্রোল ইউসুফ ওরফে ইউসুফ আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে মিতার বিরুদ্ধে নাশকতার ঘটনায় তিনটি মামলা ও অন্যদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকা, অর্থের যোগান, মদদ ও পরিকল্পনার অভিযোগ রয়েছে।