স্টাফ রিপোর্টারঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য অবশেষে কক্ষপথ চূড়ান্ত করা হয়েছে। এজন্য অরবিটাল স্লট ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশ লিজ নেওয়া হয়েছে।
স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশ) লিজ সংগ্রহের লক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সঙ্গে ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে চলাচলের কক্ষপথ পায় বঙ্গবন্ধু স্যাটেলাইট’ ১।বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি সম্মেলন কক্ষে এ চুক্তি হয়।
বিটিআরসির কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম মনিরুল আলম এবং ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনালের মহাপরিচালক ভাদাম ই বেলোভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।