নিউজ ডেস্কঃ নতুন বছরে নতুন আশায় বুক বেঁধে নতুন করে জীবনকে সাজিয়ে নিতে আমরা সবাই চাই। ভুলে যেতে চাই বিগত বছরের দুক্ষ-বেদনা, না পাওয়ার কষ্ট। সুখে-শান্তিতে থাকতে চাই নতুন বছরে। তবে সুখে জীবনযাপন করতে চাইলে কিছু বিষয় বর্জন করতে হবে।
নতুন বছরের শুরু থেকেই যদি এ কাজগুলো বর্জন করা যায় তাহলে চোখের পলকে বদলে যেতে শুরু করবে আপনার জীবন।
১. সবাইকে সবসময় সবকিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন।
২. নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
৩. কে আপনার সম্পর্কে কি ভাবল তা নিয়ে চিন্তা করা পুরোপুরি বাদ দিন।
৪. অপেক্ষা না করে যা করার তা নিজেই করে ফেলুন। যা করতে চান, যা বলতে চান বা সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নিতে চান তবে ভাগ্যের অপেক্ষা না করে এগিয়ে যান।
৫. প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
৬. নিজের জন্য বা নিজের অবস্থানের জন্য কখনো করুণা করবেন না। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।
৭. একলা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বাদ দিন।
৮. অপরাধ বোধে ভোগা, কোনো কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নতুন বছরে নিজেকে কষ্ট দেবেন না।
৯. নিজের ক্ষতি নিজে করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো আজই বাদ দিন।
১০. জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, সেদিকেই মন দিন।
১১. কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়া ত্যাগ করুন। আপনার মন ও মস্তিষ্ক যে কাজ করতে সমর্থন দেয় সে কাজই করুন।
১২. জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। জীবন একটাই, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা আসবেই।
১৩. সবসময় ‘হ্যাঁ’ বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে ‘না’ বলতে শিখুন।
১৪. জীবনে সবকিছু পারফেক্ট হতে হবে, প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমন ধারণা পোষণ করবেন না।
১৫. অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।