স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে পুলিশ। ৫ দিন অবরুদ্ধ রাখার পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধান ফটকের তালা খুলে দেয়া হয়। তবে কার্যালয়ের উত্তরপাশের ফটকের তালা এখনো বন্ধ রয়েছে।
শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। তবে প্রধান ফটকের তালা খুলে দেয়া হলেও কার্যালয়ের মূল গেইটে বাইরে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে গোয়েন্দা নজরদারিও।
এর আগে সোমবার বিকালে নয়াপল্টনে সমাবেশের উদ্দেশ্যে গুলশানের নিজ কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন বেগম খালেদা জিয়া।