স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা ও গুলির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। একই সঙ্গে চলবে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন তিনি এবং পুড়িয়ে দেয়া হয় তার গাড়িটি। এ ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে হরতালের ডাক দেন।
বেশ কিছুদিন ধরে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে মঙ্গলবার আটটার দিকে সেখানে গিয়েছিলেন রিয়াজ রহমান। পরে তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাওয়ার সময় গুলশান-২ নম্বরে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রিয়াজ রহমানের চিকিৎসা চলছে।