স্টাফ রিপোর্টারঃ বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধে বাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশেন।
ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলার সঙ্গে ঢাকায় চলাচলকারী বাসগুলো যথারীতি চালু রাখার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব এনায়েতুল্লাহ।
সোমবার (০৫ জানুয়ারি) তিনি জানান, আলাপ-আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছেন বাস চালু রাখা হবে। ঢাকা এবং পার্শ্ববর্তী জেলার সঙ্গে সড়কপথে সবগুলো বাস চলাচল করবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে দুরপাল্লার বাস ছাড়া হবে।
অন্যদিকে গাবতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রক বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশেনের কার্যকরী কমিটির সদস্য সালাউদ্দিন জানান, বাস মালিকরা সবসময় বাস চালু রাখার পক্ষপাতি। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা সড়কপথে বাসের নিরাপত্তাহীনতা। তবুও তারা বাস চালু রাখার সিদ্ধান্তে রয়েছেন বলে জানান।
সালাউদ্দিন আরো জানান, গাবতলী থেকে বাস ছাড়লেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় বাস আসবে কি না সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। এরকম পরিস্থিতিতে অনেক মালিক আতংকে সড়কে বাস নামান না।
প্রসঙ্গত, ৫ জানুযারি ঢাকায় গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালন করতে না পারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।