স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ গাজীপুরের কালিয়াকৈরের চাবাগান এলাকায় শনিবার ভোর রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ারকালে ৪টি গরু ও ১টি খাসিসহ চার চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটককৃত মো. আমিনুল উসলাম (৪০) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চুরকাই গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে, মো. মুক্তার হোসেন (৩৫) নেত্রকোনা জেলার বারট্ট্রা থানার বীরপাড়া গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে, আবুতাহের (৩৮) গাজীপুরের শ্রীপুর থানার দীঘির পাড় এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে এবং রোকন উদ্দিন (৩৫) গাজীপুরের শ্রীপুর থানার উজলাবর গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে।
গরুর মালিক নুরুল ইসলাম জানায়, ভোর রাতে চোরের দল শ্রীপুর থানার সিঙ্গার দিঘী তার বাড়ি থেকে ৪টি গরু ও ১টি খাসী চুরি করে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকাবাসীসহ উপজেলার সকল যানচলাচলের রাস্তার সিরিয়াল মাষ্টারদের জানানো হয়। তাদের সহযোগীতায় ফুলবাড়িয়া-মৌচাক রাস্তার চাবাগান বাজার এলাকায় এলাকাবাসী গরু বোঝাই পিকআপ (ঢাকা-মেট্্েরা-১১-৪০৭৬) সহ তাদের আটক করে। পরে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে মৌচাক ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানায় আটককৃত গরু মালিককে ফেরত দেয়া হয়েছে এবং আটককৃতদের কোর্টে চালান করা হয়েছে।