স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াতকে আরও কড়া ভাষায় সতর্ক করে দিয়ে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধী জোটকে হুঁশিয়ার করার পাশাপাশি নাশকতামূলক কর্মকান্ড বন্ধ করে জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
খালেদা জিয়ার ডাকা অবরোধের মধ্যে বুধবার রাতে গণভবনে জাতীয় মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি জোটকে এই হুঁশিয়ারি দেন শেখ হাসিনা।
তিনি বলেন, আগুন নিয়ে যারা খেলতে যায়, তাদের হাত আগুনেই পোড়ে। এটা হলো বাস্তবতা। নিজেদের আগুনেই নিজেদের যে পুড়তে হয়, সে ঘটনাও তো ঘটেছে।
গণভবনের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এটাও আমরা মোকাবিলা করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারব, এ বিশ্বাস আমাদের আছে।
তিনি বলেন, এই একটা বছর সুন্দর, শান্তিপূর্ণভাবে দেশ পরিচালিত হয়েছে। মানুষ শান্তিতে ছিল, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। অথচ কথা নেই বার্তা নেই হঠাৎ এই আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারাসহ নানা ধরনের ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছেন; এটা কখনও গ্রহণযোগ্য না।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, রাজনৈতিক দলটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করে এখন মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে।