এম.এ. কবির/গাজীপুর অনলাইনঃ জেলা প্রশাসন এর আয়োজনে ২৭ জানুয়ারি ২০১৫ মঙ্গলবার দুপুরে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
এবার মেলার প্রতিপাদ্য হলো ‘জনগণের দোরগোড়ায় সেবা’।
গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মুহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম প্রমুখ।
মেলায় গাজীপুর জেলা প্রশাসন, বিআরটিএ গাজীপুর সার্কেল, বীজ প্রত্যয়ণ এজেন্সি, পুলিশ প্রশাসন, শিল্প পুলিশ, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মৎস অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি স্টল খোলা হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
আগামী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
আগামী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।