এম.এ. কবির/গাজীপুর অনলাইনঃ গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যা বিশ্বে প্রথম। এতে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করা হবে। ফলে তথ্য প্রযুক্তি পেতে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।
মন্ত্রী মঙ্গলবার দুপুরে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি বলেন- উন্নয়নের ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, শিশু মৃত্যুর হার হ্রাস ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় ভাবে এগিয়ে যাবে। এসব ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু অযৌক্তিক অবরোধ, হরতাল দিয়ে উন্নয়নের পথকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে। এ সব বাঁধা প্রতিহত করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, এসএসসি ও জেএসসি সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আগামীতে অনলাইনে পরীক্ষার প্রশ্ন পাঠানো হবে। এ বিষয়ে কার্যক্রম চলছে। অনেক কারণে প্রশ্ন ফাঁস হয়ে থাকে। পরীক্ষার প্রশ্ন তৈরী করে ঢাকা থেকে আর পাঠানো হবে না। প্রশ্নপত্র প্রিন্ট করে যাতে অনলাইনে দিয়ে দেয়া যায় সেই টেকনোলজি ডেভেলপ করার জন্য এখন কাজ চলছে।
মন্ত্রী আরো বলেন, বিগত বিএনপি সরকারের সময়ে বিনা পয়সায় ফাইবার অপটিক কানেকশন নেয়ার সুযোগ ছিলো। কিন্তু তৎকালীন সরকার সে সুযোগ গ্রহণ না করায় সরকারকে ১২’শ কোটি টাকা খরচ করতে হয়েছে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে।
আগামী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।