স্টাফ রিপোর্টারঃ সারাদেশে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা আজ শুক্রবার প্রকাশ করতে যাচ্ছেনির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি প্রথমবারের মতো তা অনলাইনে প্রকাশ করা হবে।এদিকে হালনাগাদ ভোটারের তথ্য অনুসারে দেশে নারী ভোটারের সংখ্যা আবারওকমেছে। ইসির হালনাগাদ করা
খসড়া ভোটার তালিকা আজ শুক্রবার থেকেসংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয় এবং সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাখা হবে। এ ছাড়া প্রথমবারের মতো তালিকা ইসির তিনটি ওয়েবসাইটে (www.ec.org.bd/www.ecs.gov.bd/www.services.nidw.gov.bd) প্রকাশ করা হবে।
এইখসড়া ভোটার তালিকায় ভোটার হওয়ার যোগ্য কারো নাম বাদ পড়ে থাকলে, কারো জন্মতারিখ, ঠিকানা, মা-বাবার নাম বা অন্য কোনো তথ্য ভুল থাকলে, কোনো মৃতব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে, ভোটারের ঠিকানা স্থানান্তরের প্রয়োজনহলে এবং কোনো ভোটার বিষয়ে আপত্তি থাকলে, তা সংশোধনের জন্য আগামী ১৭জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। আবেদন করতে হবে সংশোধনকারী কর্তৃপক্ষেরকাছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহীকর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সিটিকরপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় আঞ্চলিক নির্বাচনকর্মকর্তা/অতিরিক্ত জেলা প্রশাসক/ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবংকয়েকটি বিশেষ এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকেসংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশোধনকারী কর্তৃপক্ষআগামী ২২ জানুয়ারির মধ্যে প্রাপ্ত আবেদনের নিষ্পত্তি করবেন এবং ৩১ জানুয়ারিচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।