স্টাফ রিপোর্টার: রাজধানীর কাওরানবাজারে বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ানোর গণশুনানি শেষ হয়েছে। বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘১০ ফেব্রুয়ারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে। আর ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকরের পরিকল্পনা রয়েছে।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পিডিবির বিদ্যুতের পাইকারি দাম ৫ দশমিক ১৬ ভাগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিইআরসির কারিগরি ও মূল্যায়ন কমিটি পর্যালোচনা শেষে এই সুপারিশ করে।
এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানসহ কমিশনের সদস্যরা শুনানিতে অংশ নেন। শুনানির শুরুতে পিডিবি প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিদ্যুতের পাইকারি মূল্য ১৮.১২ শতাংশ অর্থাৎ ৮৫ পয়সা বাড়ানোর জন্য কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন।
এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানসহ কমিশনের সদস্যরা শুনানিতে অংশ নেন। শুনানির শুরুতে পিডিবি প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিদ্যুতের পাইকারি মূল্য ১৮.১২ শতাংশ অর্থাৎ ৮৫ পয়সা বাড়ানোর জন্য কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন।
পরে তার ওই প্রস্তাবের ওপর আলোচনা চলে। আলোচনা শেষে বিইআরসির গঠিত কারিগরি ও মূল্যায়ন কমিটি ৫ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত মূল্য বাড়ানোর জন্য কমিশনের কাছে সুপারিশ করে। বিভিন্ন গ্রাহক প্রতিনিধিরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই শুনানিতে অংশ নিয়েছেন।