এম. এ কবির/গাজীপুর অনলাইনঃ অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে কতিপয় বহিরাগত প্রতারক গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ দেদারসে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, এসব অপরাধীদের কথিত ওয়েব সাইটে আদৌ কোন লাইভ অথবা নিজস্ব প্রোগ্রাম টেলিকাস্ট হয় না এবং প্রতিদিন হালনাগাদ হয় না। অনলাইন টেলিভিশনের প্রযুক্তিগত উপাদান, প্রক্রিয়া এবং ন্যূন্যতম কারিগরি জ্ঞান পর্যন্ত নেই এসব প্রতারকদের। অন্য সোর্সের ইউটিউবের ভিডিও যুক্ত করে এবং নামের সাথে "চ্যানেল" শব্দটি যোগ করে সহজ সরল মানুষকে "টেলিভিশনের" ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছ এসব প্রতারক চক্র।
মোটর সাইকেলে অনেকটা দেশের প্রাইভেট টেলিভিশনের সাংবাদিকদের সচরাচর ব্যবহ্নত স্টিকারের আদলে ডিজাইন করা চ্যানেল অথবা সাংবাদিক স্টিকার লাগিয়ে জেলাব্যাপী এদের দৌঁড় ঝাঁপ চোখে পড়ার মত। নিজেকে "অনলাইন টেলিভিশনের সাংবাদিক" পরিচয় দিয়ে বেড়ালেও এরা কখনো প্রোগ্রাম ধারণ সরঞ্জামাদি যেমন ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, ক্যামেরাম্যান ইত্যাদি বহন করে না।
সাংবাদিক পরিচয় জানার পর প্রশাসনের লোকজনও এদের সমীহ করে গাঁ এড়িয়ে চলে। প্রশাসন কর্তৃক এসব প্রতারকদের নিয়ে কখনো তদন্তের খবর পাওয়া যায়নি। গাজীপুরে ক্রমাগত এদের অত্যাচার বৃদ্ধি পাওয়ায় সুস্থধারার সাংবাদিকদেরও ভালো চোখে দেখতে চায় না মানুষ। এ অবস্থা থেকে পরিত্রাণ চায় স্থানীয় সুস্থধারার সাংবাদিক নেতারা।