স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
মঙ্গলবার বিকের ৪টার সময় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় প্রেসক্লাবে উপস্থিত বিএনপিপন্থি সাংবাদিকরা মির্জা ফখরুলকে রক্ষা করার চেষ্টা করেন।
প্রেসক্লাব থেকে নিজ গাড়িতে বের হওয়ার চেষ্টা করছিলেন মির্জা ফখরুল। তাকে গাড়ি থেকে নামতে বলে পুলিশ। কিন্তু গাড়ি থেকে নামাতে অস্বীকৃতি জানান তিনি। এ সময় ডিবি পুলিশের একজন কর্মকর্তা তার গাড়িতে ঢুকে পড়েন।
অন্য পুলিশের সহায়তায় গাড়িটি প্রেসক্লাব থেকে বের করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। এদিকে সোমবার বিকেলে থেকে মঙ্গলবার বিকেলে ৪টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা প্রেসক্লাবে অবরুদ্ধ ছিলেন মির্জা ফখরুল।