স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে গাজীপুরের ৬টি পোশাক কারখানাসহ ১১টি কারখানাকে সোয়া ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওইসব কারখানার মালিক-প্রতিনিধিকে অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে তলব করে শুনানি গ্রহণ শেষে জরিমানা করা হয়।
পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতীত এবং ত্রুটিপূর্ণ ইটিপি’র মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদীতে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের কালিয়াকৈরের কারুনী নিট কম্পোজিটকে ৮০ লাখ টাকা, একই অপরাধে কাশিমপুরের জিরানী বাজারের রেডিয়াল ইন্টারন্যাশনাল লি.কে ২৭ লাখ টাকা, নগরের শিমুলতলীর এফজিএস লন্ড্রী লি.কে ৫ লাখ টাকা, কালিয়াকৈরের লিবাস টেক্সটাইল মিলসকে ৪ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং ত্রুটিপূর্ণ-অকার্যকর ইটিপি’র মাধ্যমে কারখানা পরিচালনা করার অপরাধে কালিয়াকৈরের বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ম লি.কে ২১ লাখ টাকা ও ত্রুটিপূর্ণ-অকার্যকর ইটিপি’র মাধ্যমে কারখানা পরিচালনা করার অপরাধে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
তাছাড়া, ত্রুটিপূর্ণ ইটিপি’র মাধ্যমে কারখানা পরিচালনার অপরাধে আশুলিয়ার শাহরিয়ার ফেব্রিকস লি.কে ৫৩ লাখ টাকা, একই অপরাধে সাভারের রহিম আফরোজ ইকুমুলেটরস লি.কে ৩ লাখ টাকা ও এস. অ্যান্ড এ এক্সেসরিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ত্রুটিপূর্ণ ইটিপি’র মাধ্যমে কারখানা পরিচালনার অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অনিক কম্পোজিট লি.কে ১৫ লাখ টাকা, একই অপরাধে নারায়ণগঞ্জের এসআইএফ টেক্সটাইল মিলস লি.কে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।