ডেস্ক রিপোর্টঃ ফ্রান্সের একটি পত্রিকা অফিসে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে দুজন বন্দুকধারী। চারলি হেবডো নামের পত্রিকাটির প্যারিস কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। চারলি হেবডো একটি সাপ্তাহিক পত্রিকা।
বন্দুকধারী হামলাকারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অাশঙ্কাজনক। প্যারিস পুলিশের বরাত দিয়ে হতাহতের এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে দুজন বন্দুকধারীকে চারলি হেবডোর অফিসে ঢুকতে দেখা গেছে। বেশ কিছু সময় ধরে সেখান থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়া গেছে। আর্তচিৎকারও শোনা গেছে।
এদিকে হামলাকারীদের শনাক্ত করা যায়নি এখনো। হামলার পর তারা পালিয়ে যায়। প্যারিস পুলিশ জানিয়েছে, হালকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে।
গত বছরে বিভিন্ন ইস্যুতে ব্যঙ্গছবি ও চিত্র প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করে পত্রিকাটি। এ ছাড়া আন্তর্জাতিক জঙ্গিবাদ নিয়েও পত্রিকাটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে থাকে। গত সপ্তাহে ইরাক ও সিরিয়ায় লড়াইরত ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদিকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করে চারলি হেবডো।
২০১১ সালের নভেম্বরে হজরত মুহাম্মদ (সা.)-এর একটি কল্পিত প্রতিচ্ছবি প্রকাশ করে, বিশ্বজুড়ে মুসলিমদের রোষাণলে পড়ে চারলি হেবডো।
এদিকে চারলি হেবডোর অফিসে হত্যাকান্ডের পর সেখানে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছেন তিনি।
এএফপির বরাত দিয়ে বিবিসি আরো জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আরো পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বেনোয়িট ব্রিনজার নামের একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, দুজন কৃষ্ণাঙ্গ কালাশনিকোভ বন্দুক নিয়ে চারলি হেবডোর অফিসে প্রবেশ করে। কয়েক মুহূর্ত পরেই গুলির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণই পরে লোক দুটিকে চলে যেতে দেখা যায়।
এ হামলার পর গণমাধ্যমকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পুলিশ।