গাজীপুর অনলাইনঃ বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের আরও তিন তরুণ। তারা হচ্ছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের [বুয়েট] কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাদিয়া নাহরিন ও সাকিব সাফায়েত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য মজুমদার। ই-মেইলের মাধ্যমে গুগল তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে।
আগামী শনিবার আরও কয়েকজন গুগলে চাকরির নিয়োগপত্র পেতে পারেন।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চার দফায় চাকরি প্রার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণ করে গুগল। নূ্যনতম স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা 'গুগল কোড জ্যাম এপিএসি' শীর্ষক অনলাইন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন। এ পরীক্ষায় বাংলাদেশ থেকে প্রায় ৪০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। গত ৬ থেকে ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করে গুগল কর্তৃপক্ষ। এ পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগ পেলেন তারা। নির্বাচিতরা সব রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাজে যোগ দেবেন।
এদিকে গতকাল বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের [বিআইটিএম] উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজারে বেসিসে অনুষ্ঠিত 'টেক আড্ডা'য় অংশ নেন গুগলে কর্মরত প্রথম বাংলাদেশি শিশির খান।
আড্ডায় এক দশক ধরে গুগলে চাকরির অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে তিনি সফটওয়্যার তথ্যপ্রযুক্তির ইকো সিস্টেম নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন। কীভাবে গুগলে কাজ পাওয়া যায়_ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রোগ্রামিং ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করা গেলে এখানে কাজ পাওয়া কঠিন কিছু নয়। বিআইটিএমের উপদেষ্টা বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুরের সঞ্চালনায় আড্ডায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে শতাধিক পেশাজীবী শিক্ষার্থী অংশ নেন।