স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর শিববাড়ি ও চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার বিকেলে দু’টি যাত্রীবাহি বাসে অগ্নি সংযোগ ও অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে ২০ দলের নেতাকর্মী সমর্থকরা। এলাকাবাসি ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। কেউ আহত হওয়ার খবর জানা যায়নি।
ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, রোববার বিকাল ৫টার দিকে ২০ দলের নেতা-কর্মী-সমর্থকরা ঢাকা টাংগাইল মহাসড়কের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এক পর্যায়ে তারা বেশ কিছু যানবাহন ভাংচুর করে এবং ভাওয়াল কলেজ গেট এলাকায় পলাশ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অগ্নি সংযোগ করে দ্রুত পালিয়ে যায় ।
অপরদিকে ঢাকা-গাজীপুর সড়কের শিববাড়ী এলাকায় ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহি বাসে অগ্নি সংযোগ করে ২০দলের কর্মীরা। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাস দুইটিরর বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বাস দুইটিতে তরল দাহ্য পয়ে দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে গাজীপুরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল । গাজীপুর শহরের জয়দেবপুর বাস স্টেশন এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে ঢাকা-গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে। পুলিশ মিছিলকারিদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় কয়েকটি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটে।