ডেস্ক রিপোর্টঃ অবরোধে গাজীপুরের জয়দেবপুরে ১৩টি পেট্রোল বোমাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এক সহযোগীর বাড়ি থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইব জানান, শুক্রবার ভোরে জয়দেবপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- স্থানীয় লক্ষ্মীপুরা এলাকার চান মিয়ার ছেলে মনির হোসেন (২৮) ও হাবিল মিয়ার ছেলে সাগর মিয়া (২০)।
র্যাব বলছে, এরমধ্যে মনির গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রপন্থী অংশের যুবদলকর্মী। আর লক্ষ্মীপুরা এলাকার ইলেকট্রিশিয়ান সাগর অবরোধ-হরতালের বিভিন্ন সময়ে ভাড়ায় পেট্রোল বোমা ছোড়া ও গাড়ি ভাংচুরসহ নাশকতা কাজের সঙ্গে যুক্ত।
র্যাব কর্মকর্তা শোয়াইব জানান, ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে নাশকতা চালাতে কয়েকজন অবস্থান করছে বলে গোপনে খবর পেয়ে তার (শোয়াইব) নেতৃত্বে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ধাওয়া দিয়ে মনির ও সাগরকে আটকের সময় তাদের কাছে ১৩টি পেট্রোল বোমা পাওয়া যায়।
এ সময় তাদের আরেক সহযোগী মো. শফিকুল ইসলাম ওরফে খোকন (৩০) পালিয়ে যায়।
পরে আটক দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে শহরের চান্দনা মধ্যপাড়া এলাকায় পলাতক সহযোগী শফিকুল ইসলাম খোকনের বাড়িতে অভিযান চালানো হয় বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব আরও জানান, খোকনের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
"পরস্পর যোগসাজসে ধান গবেষণা ইনস্টিটিউট, শিববাড়ী মোড়, কালিয়াকৈর থানার বিভিন্ন এলাকাসহ অবরোধ ও হরতালে পেট্রোল বোমা তৈরি করে সরবরাহ ও নাশকতা করে আসছে বলে আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে," বলেন লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব।
সূত্রঃ বিডিনিউজ২৪