স্টাফ রিপোর্টার: টঙ্গীতে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমাকে সামনে রেখে অবরোধ প্রত্যাহার বা শিথিল করতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে গাজীপুর বিএনপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান।
মেয়র মুজিবুর রহমান বলেন, খালেদা জিয়াকে `অবরুদ্ধ’ রাখার প্রতিবাদে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিশ্ব ইজতেমা যেহেতু গাজীপুর জেলার টঙ্গীতে সেহেতু ইজতেমা উপলক্ষ্যে অবরোধ প্রত্যাহার, শিথিল বা বিশেষ বিবেচনা করার জন্য দলীয় চেয়ারপারসনকে অনুরোধ জানানো হয়েছে।
তবে বিশ্ব ইজতেমার সম্মানে বিএনপি যে কোনো সময় অবরোধ প্রত্যাহার করতে পারে বলে এখনো আশাবাদী গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুনর রশিদ।