স্টাফ রিপোর্টারঃ আজ রাজধানীর আশপাশের ৫টি উপজেলাসহ ১৫ জেলা ও ঢাকার বাইরের দুই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ছাত্রদল। রাজধানীতে হরতালের ডাক না দিলেও ঢাকা জেলার পাঁচটি উপজেলায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারা দেশে টানা অবরোধের মধ্যেই রোববার এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে নতুন করে নিরাপত্তার নামে বালুর ট্রাক দেয়া ও নেতাকর্মীদের গ্রেফতার এবং হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের সমাবেশে যাতে লোক সমাগম হতে না পারে সে জন্য অবরোধের সঙ্গে হরতাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকার আশপাশের জেলার নেতাদের শনিবার রাতেই কেন্দ্র থেকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে হরতাল ডাকার কারণ হিসেবে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদের কথা বলা হয়েছে।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকা জেলাসহ নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় এ হরতাল পালিত হবে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলা নেতাদের হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া একই দাবিতে বগুড়ায় হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই- এ পাঁচ উপজেলায় জোটের পক্ষ থেকে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে বলে জানানো হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে হরতালের ঘোষণা দেয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন গণমাধ্যমকে হরতালের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, দলের চেয়ারপারসনকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। দলের কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। তিনি বলেন, ইজতেমায় মুসল্লিদের ফেরার কথা বিবেচনায় রেখেই সোমবার হরতাল দেয়া হয়েছে।