স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ ওয়ালটন কারখানা পরিদর্শন করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এলে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম শামসুল আলম ও পরিচালক এসএম রেজাউল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা। অভ্যর্থনার পর মন্ত্রীকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কনফারেন্স হলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ওয়ালটন কারখানার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখেন।
এরপর শিল্পমন্ত্রী ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। তিনি ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শেষভাগে মন্ত্রীর নতুন মডেলের (ডব্লিউটুডি-টুইফোর-ড২উ-২ঊ৪, ২৫৪ লিটার বা ১৫ সিএফটি) একটি ফ্রিজের বিপণন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেলে ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন শিল্পমন্ত্রী ।
শুক্রবার সকালে কারখানা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। মন্ত্রীকে বরণ করতে ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে কারখানা এলাকা।
এ প্রসঙ্গে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম বলেন, শিল্পমন্ত্রী বাংলাদেশে শিল্প অগ্রগতির একজন অভিভাবক। তাঁর এ পরিদর্শন ওয়ালটনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্ববাজারে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ওয়ালটন। এ সময় শিল্পমন্ত্রীর এই পরিদর্শন ওয়ালটন সংশ্লিষ্টদের উৎসাহিত করবে।