স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে চলছে বয়ান। তবে ভোর রাত ও সকালের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা। শনিবার ভারতের মাওলানা হজরত শওকতের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বয়ানের তরজমা করছেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান। এদিকে ইজতেমায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার ইজতেমা ময়দানসহ গাজীপুরে বৃষ্টি হয়েছে। এতে ময়দানসহ রাস্তাঘাটে কাঁদা জমে যাওয়ায় ইজতেমায় আসা মুসল্লিরা পড়েছেন বেশ দুর্ভোগে। রান্নার করতে সমস্যা হচ্ছে। জামা-কাপর ভিজে যাওয়ায় শীতে কষ্ট পাচ্ছেন মুসল্লিরা। এদিকে ইজতেমা ময়দানে সামিয়ানার ওপর পলিথিন মুড়ে দেয়ার চেষ্টা করছেন ইজতেমার স্বেচ্ছাসেবকরা।
ইজতেমা মাঠে অবস্থানরত মুসল্লিরা জানান, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে আনা প্রয়োজনীয় কাপড় চোপড় পলিথিনে মুড়িয়ে রাখি। এত কোনো সমস্যা হয়নি। তবে সকালের গুড়ি গুড়ি বৃষ্টিতে জিনিষ পত্র সব ভিজে গেছে।
শনিবার দ্বিতীয় দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে কোরআন-হাদিসের আলোকে বয়ান। এদিন ইজতেমাস্থলে মুসল্লিরা আসছেন। শিল্প নগরী টঙ্গী ইজতেমা উপলক্ষে এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আলী আজিম হাওলাদার (৬৪)। তিনি বরিশালের টিকাশ্বর এলাকার রহম আলী হাওলাদারের ছেলে।
বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের ডা. আলী আকবর জানান, বার্ধক্যজনিত রোগে ভোররাতে আলী আজিম মারা যান। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমার যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। এখানে কনের উপস্থিত থাকার প্রয়োজন হয় না। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী দেড়শ’ তোলা রূপা বা উহার সমমূল্য অর্থ। বিয়ের পর নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাত হয় এবং মঞ্চের আশপাশের মুসুল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়।