স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে পুরোদমে এগিয়ে চলছে ২০১৫ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ । প্রতিদিন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শত শত মুসুল্লীর অংশগ্রহনে ১৬১ একর ভূমিতে সুবিশাল প্যান্ডেল তৈরীর কাজ সহ সকল প্রস্তুতির কাজ দ্রুতগতি এগিয়ে চলছে।
বুধবার সকালে গাজীপুর -২ আসনের স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ইজতেমা ময়দানের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং তিনি ইজতেমার প্রস্তুতিমুলক কাজে অংশ নেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবারের বিশ্ব ইজতেমার প্রস্তুতির ব্যাপারে ইতোমধ্যে কয়েকটি সভা করেছেন এবং তিনি আশা প্রকাশ করেন আগামী ০৯ জানুয়ারীর পূর্বে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হবে। অপর দিকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা মুসুল্লিদের পাড়াপাড়ের সুবিদার্থে তুরাগ নদীর উপর ভাসমান বেইলী ব্রিজ তৈরীর কাজ শুরু করেছেন। সব মিলিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আগামী ০৯ জানুয়ারী ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্যদিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।
ইজতেমার মুসুল্লিদের নিরাপত্তার ব্যাপারে টঙ্গী মডেল থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান ,মুসুল্লিদের নিরাপত্তার ব্যাপারে পোশাকে সাদা পোশাকে এবং র্যার সদস্যদের সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা