স্টাফ রিপোর্টারঃ বিশ্ব ইজতেমার আয়োজকদের অনুরোধে অবরোধ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুনর রশীদ সংবাদমাধ্যমকে এ-তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, আগামীকাল সকাল ১০টায় টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সম্মেলনের আগেই ২০ দলীয় জোট তাদের অবরোধ প্রত্যাহর করে নেবে বলে আশা করছি।
হারুনর রশীদ বলেন, ‘ইজতেমার আয়োজকরা জানিয়েছেন মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ-জমায়েত নির্বিঘ্ন করতে চলমান অবরোধ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন খালেদা জিয়া।’
বিএনপি চেয়ারপারসনের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন বিশ্ব ইজতেমার আয়োজকদের আবেদনটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন খালেদা জিয়া। সময় হলেই এ-বিষয়ে দেশবাসীকে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে আর মাত্র একদিন পর টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। হজের পর এটিই মুসলমানদের বৃহত্তম সমাবেশ।
এরই মধ্যে ইজতেমার ৯৮ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আয়োজকরা। মুসুল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
দুই পর্বের আয়োজনের প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার (৯ জানুয়ারি)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ১১ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি শেষ হবে।