স্টাফ রিপোর্টারঃ কালিয়াকৈরে এক গার্মেন্টকর্মীকে গণ-ধর্ষণের অভিযোগে ৪ ধর্ষককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার রাতে উপজেলার কালামপুর এলাকায় এঘটনা ঘটে।
ধর্ষিতা (১৯) সিরাজগঞ্জ সদর থানার মোঃ আব্দুল হাকিমের মেয়ে। সে কালামপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় এপেক্স গার্মেন্টসে চাকুরী করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই গার্মেন্টকর্মী উপজেলার কালামপুর রেলক্রসিং থেকে রিকশাযোগে বাসায় ফেরার সময় একদল দুর্বৃত্ত তাকে জোরপুর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় কালামপুর গ্রামের সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা রিক্সা নিয়ে চলে গেলে পথিমধ্যে কয়েকজন লম্পট তার পথরোধ করে। পরে তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী বনের ভেতরে জোরপুর্বক গণধর্ষণ করে।
এক পর্যায়ে রাত অনুমানিক ৯টার সময় ওই গার্মেন্টকর্মীর ডাক চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে ৪ ধর্ষককে হাতে নাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো, শাহীন মিয়া (১৯), মোঃ মহসিন মিয়া (২২), শাহিন সরকার (২০) ও দীপেন্দ্র বর্মণ (২০)। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানার ডিওটি অফিসার মুনজিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।