গাজীপুর অনলাইনঃ গাজীপুরের কালীগঞ্জে বৃহস্পতিবার রাত ৮টায় দুর্বৃত্তরা সিমেন্টবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে ট্রাকটি পুড়ে গেলেও কেউ আহত হয়নি।
ড্রাইভার রফিজুল ইসলাম জানান, ওই সড়ক দিয়ে অন্যান্য যানবাহনের মতো আমিও ট্রাক নিয়ে যাচ্ছিলাম। এসময় হঠাৎ করে কয়েকজন দুর্র্বত্ত আমার ট্রাকের গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই ট্রাকে পেট্রোলবোমা ছুড়লে ট্রাকে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুণ নিভাতে এগিয়ে আসে। এ রিপোর্ট লেখার সময় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুণ নিভানোর কাজ করলেও ততক্ষনে ট্রাকের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ড্রাইভারের বরাত দিয়ে জানান, রাত আট টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাইপাস এলাকার কেটুন এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে আগুণ ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগ্নিসংযোগকালে ট্রাকের ড্রাইভার রফিজুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।
তবে ওসি আরো জানান, ট্রাকটি হয়তোবা দাঁড়ানো অবস্থায় ছিল। ড্রাইভার ট্রাক থেকে নেমে প্রাকৃতিক কাজ সারতে অথবা পাশের চা স্টলে চা পান করতেছিল। এসুযোগে দুর্বৃত্তরা ট্রাকে আগুণ দিয়ে দ্রুত পালিয়ে যায়।