স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জায়গীর গ্রাম তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার জায়গীর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বকুল (৪০), তার বড় ভাই আবুল হাসনাতের স্ত্রী শিউলী আক্তার (২৭) এবং ঢাকার উত্তর খানের ফাইজুল ইসলামের ছেলে ইকরামুল ইসলাম (২৮)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত আহসান উল্লাহ জানান, আবুল হাসনাতের কাছে অবৈধ অস্ত্র ও মাদকের চালান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়ি ঘেরাও করা হয়। কিন্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসনাত পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।