গাজীপুর অনলাইনঃ কাপাসিয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পে দারিদ্র বিমোচনে নতুন অভিযাত্রা শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আমির উদ্দিন সিকদার, একটি বাড়ি একটি খামার উপজেলা সমন্বয়কারী ইলোরা ইয়াসমীন, ফিল্ড সুপারভাইজর মোস্তাফিজ বিল্লাহ হারুন, কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক নূরুল আমীন সিকদার প্রমূখ।
প্রশিক্ষণে কাপাসিয়া উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় নবগঠিত ৫০ জন ম্যানেজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের দর্শন, দারিদ্র বিমোচনের মডেল, প্রকল্পের সদস্যদের শতভাগ মালিকানায় পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় অবহিতকরণ, স্থায়ী তহবিল গঠন, বোনাস, আবর্তক তহবিল প্রদান, প্রকল্প গ্রহন, বাস্তাবায়ন, উঠানবৈঠক ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।