এম.এ কবির/গাজীপুর অনলাইনঃ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি নাকচ করে দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেমল হক বলেন, ‘কিসের সংলাপ, কী ব্যাপারে সংলাপ; মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়।’
বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুরে হাতিমারা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এমপি আরও বলেন, ‘এসব কর্মকাণ্ডের ব্যাপারে তারা দায় স্বীকার করছে না। যখন আমরা বললাম, দেখামাত্র গুলি করা হবে তখন কিন্তু বলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একদিকে বলছে আওয়ামী লীগ এসব ধ্বংসাত্মক কাজ করছে, অপরদিকে দায়ীদের শাস্তি দিতে গেলে বলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। দেশবাসী জানে, কারা এসব সন্ত্রাস করছে। অচিরেই তাদের শক্ত হাতে তাদের দমন করা হবে।’
এসএসসি পরীক্ষার সময় অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যারা অবরোধ ডেকেছেন, তাদের প্রতি অনুরোধ, এসএসসি পরীক্ষার সময় আপনারা হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। যদি করা না হয়, যথা সময়ে পরীক্ষা হবে এবং ছেলেমেয়েদের, শিক্ষকদের নিরাপত্তা দেয়ার জন্য যা যা করণীয় সরকার তা করবে।’
এ সময় তিনি হরতাল-অবরোধের চিন্তা না করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
খোরশেদ আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন, আকবর হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।