স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর আন্দোলন সফল না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
বুধবার দুপুরে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে মহিলা দলের সহ- সভাপতি ডা. নূরজাহান মাহাবুব সাংবাদিকদেরকে এ কথা জানান। ডা. নূরজাহান জানান, বৃহস্পতিবার দেশবাসীকে সর্বাত্বক হরতাল পালন করার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে দুপুর সাড়ে ১২ টার কিছু পড়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নূরজাহান মাহবুবের নেতৃত্বে ৬ সদস্য একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে স্বাক্ষাৎ করেন। নূরজাহান বেগম বলেন, বেগম জিয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এখন শারীরিকভাবে সুস্থ্য আছেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী মনি বেগম, শামসু নাহার, সাজেদ আলী হেলেন, রোকেয়া সুলতানা, শিরিন জাহান।
এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন নেসার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে স্বাক্ষাৎ করতে দুপুরেই তার কার্যালয়ে প্রবেশ করেছেন। এসময় তারা বেগম খালেদা জিয়ার বিভিন্ন ধরনের রান্না করার খাবার নিয়ে যান।