স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ বাংলাদেশ কৃষকলীগ কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে শাকিল হাসান মোড়লকে সভাপতি ও আমিনুল ইসলাম তোতাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে।
কাপাসিয়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ডা. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও শাকিল হাসানের পরিচালনায় শহরের কলেজ রোডের দলিল লেখক সমিতি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা।
আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল কবির মাষ্টার, উপজেলা কৃষক লীগের সভাপতি আইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাউল্লাহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রভাষক নজরুল ইসলাম মোক্তার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খোকন, সাধারণ সম্পাদক রুহুল আমীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন নাহার রিনা, শিরিন সুলতানা, শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন শেখ, কাজী মজিবুর রহমান, শ্রমিকলীগ নেতা ইব্রাহীম. উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঘোষ ও সাধারণ সম্পাদক হিমেল খান।
পরে সম্প্রতি প্রয়াত কাপাসিয়া সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন মোড়ল স্মরণে আলোচনা ও দোয়া করা হয়।