স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের সালনা বাউপাড়া এলাকায় কুপিয়ে এক বৃদ্ধাকে হত্যা করেছে এবং অপর এক বৃদ্ধাকে আহত করেছেন দুর্বৃত্তরা।
বুধবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধার নাম কলমজান (৭০)। তিনি স্থানীয় মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী। আহত রহিমা খাতুনকে (৭৫) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কলমজান এবং রহিমা খাতুন সম্পর্কে ননদ-ভাবি।
স্থানীয়রা জানান, কলমজান ও রহিমা খাতুন একই ঘরে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। দুর্বৃত্তদের কোপে ঘটনাস্থলেই মারা যান কলমজান।
গুরুতর আহত রহিমাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।