গাজীপুর অনলাইন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময় হলে নির্বাচন হবে তার জন্য প্রস্তুতি নিন। মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি চলমান রাজনৈতিক সহিংসতায় নিহত ও অগ্নিদগ্ধের ঘটনার নিন্দা জানান।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া যা করছেন তা আন্দোলন নয় জঙ্গিবাদ। আর আমরা দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবো।
শেখ হাসিনা বলেন, ২০ দলের বিষে দেশ জর্জরিত। তারা সাপ হয়ে দেশ ও দেশের মানুষকে দংশন করছে। এটাই নাকি তাদের আন্দোলন। এমন আন্দোলন আমরা কখনও দেখিনি। জনগণকে হত্যা করে গণতন্ত্র রক্ষা হয় কিভাবে?
তিনি বলেন, আমি শুধু দেশবাসীর সমর্থন চাই। সংসদ সদস্যদের বলব, প্রত্যেকের এলাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটি করে প্রতিরোধ করেন। কারা সমস্যা তৈরি করে তা বের করা খুব কঠিন কাজ নয়।
বিএনপি মিথ্যাবাজের দল উল্লেখ করে তিনি বলেন, নিজেরা পুড়িয়ে মারছেন, মিথ্যাচার করে বলেছেন আমরা নাকি পুড়িয়ে মেরেছি। আমার ওপর গ্রেনেড হামলার সময়ও তারা বলেছিল আমি নাকি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়েছিলাম। এই হলো তাদের মিথ্যাবাজির অবস্থা।
বিএনপির বর্তমান অবস্থা বর্ণনা করে তিনি বলেন, বিশ্ব ইজতেমা ও ঈদ-এ মিলাদুন্নবীতেও তিনি (খালেদা জিয়া) মানুষকে কষ্ট দিয়েছেন।