স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। এঘটনায় তিনি প্রাণে রক্ষা পেলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিগি বিদিক ছুটোছুটি করেন।
আফজাল হোসেন সরকার রিপন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া চৌরাস্তা এলাকার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠাণ রেদোয়ান টাওয়ারের সামনে বসে দলের নেতা-কর্মীদের সঙ্গে রিপন সরকার কথা বলছিলেন। এসময় কয়েকজন দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্প দূরে মাটিতে পড়ে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারেননি।
ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের স্প্লিণ্টার, মার্বেল ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে। তবে কোন উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায় নি।