ডেস্ক রিপোর্টঃ ঢালিউড প্রযোজক আব্দুল আউয়ালকে জুতাপেটা করলেন ফিল্ম স্টারে উঠতি নায়িকা কাজী রোমানা ইসলাম নীড়। নায়িকা নিজেই এ কথা স্বীকার করেছেন। বলেছেন, প্রযোজক তাকে কুপ্রস্তাব দেওয়ায় রাগ হয়ে তিনি এ কাজ করেন ।
নীড় জানান, ঐ প্রযোজকের ‘উতালা মন’ সিনেমায় আমার যে গানে কাজ করার কথা ছিল তা অন্য নায়িকা মনিকাকে দিয়ে করানো হয়েছে। এ নিয়ে আমি এ প্রযোজকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। সে সময় তিনি আমাকে কুপ্রস্তাব দেন।
এর পর গত ৩০ ডিসেম্বর, বিএফডিসিতে সিনেমাটির শুটিং চলাকালে তার সঙ্গে আবার দেখা হয়। সে সময় আমি তাকে বলি- ভাইয়া, আপনি আমাকে মোবাইলে বাজে কথা বলছেন কেন? আমিতো আপনাকে নিজের ভাইয়ের মতোই জানি। তখন তিনি আমাকে বলেন, তুমি আমার জন্য কি করেছ!
তিনি জানান এ সময় প্রযোজক তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এর পরই ঘটনাটি ঘটে। নীড় বলেন, সে সময় আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সবার সামনেই পা থেকে জুতা খুলে তার মুখে মেরেছি।
এর আগে আব্দুল আউয়ালের ‘উতলা মন’ শিরোনামের চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে চুক্তিবদ্ধ হন নীড়। সিনেমাটির বেশ কিছু দৃশ্যেও অভিনয় করেন তিনি। তবে সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীড়।
এ ঘটনার পর নায়িকা নীড় রাজধানীর রমনা মডেল থানায় প্রযোজক আউয়ালের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।