স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ নিখোঁজের ২৫ দিন পর গাজীপুরের কালিয়াকৈরের বংশী নদী থেকে ৩ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুশনাথ জারা কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার মোবারক হোসেনের মেয়ে। সোমবার সকাল ১০টার দিকে চাপাইর এলাকার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে জারাকে চুরির অভিযোগে এলাকাবাসী তিন জনকে আটক করে পুলিশে দেয়। আটকরা হলো মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারী এলাকার আনোয়ার হোসেন (৩০), তার স্ত্রী মালা বেগম (২৬), একই এলাকার রীনা বেগম (৩০)। তারা চাপাইর এলাকায় বসবাস করত।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব খান জানান, গত ১ জানুয়ারী রুশনাথ জারা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি শেষে পরের দিন ২ জানুয়ারী শিশুর পিতা মোবারক হোসেন কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। এক পর্যায়ে ১৯ জানুয়ারী রাতে এলাকাবাসী ওই শিশুটি চুরি করার অভিযোগে দুই নারীসহ ৩ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে এবং জারার দাদা বাদী হয়ে শিশু চুরির মামলা করেন। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা শিশু চুরির স্বীকারোক্তি দেয়। কিন্তু তারা শিশুর অবস্থান সম্পর্কে কোন তথ্য দেয়নি। এব্যাপারে আদালতে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
তিনি জানান, এ দিকে সোমবার সকালে চাপাইর এলাকার বংশী নদীতে শিশুর লাশ ভেসে ওঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরনের জামা ও জিন্সের প্যান্ট দেখে রুশনাথ জারা’র লাশ সনাক্ত করে তার বাবা।