এম. এ কবিরঃ শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না। শিক্ষার সাথে সাথে খেলাধুলাও অতীব জরুরি। তোমরা মনে রাখবে, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের পরিপূরক। তাই তোমাদের শরীর ও মন দু'টোই সুন্দর রাখতে খেলাধুলাও চালিয়ে যাবে। বর্তমান সরকার স্বাধীনতার মূল্যবোধ সকলের মাঝে তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন।
বৃস্পতিবার গাজীপুর মহানগরীর জয়দেবপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর আইডিয়াল কিন্ডারগার্টেনের পিএসসি ও জেএসসি তে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদে শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে এসব কথা বলেন বলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, 'দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উত্তরণের যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে তা এগিয়ে নিতে ছাত্র সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'
তিনি বলেন, 'সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার নিরন্তর কাজ করে চলেছে। আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দলের জ্বালাও-পোড়াও, ভাংচুর, অগ্নিসংযোগ, খুন-জখমসহ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় বাংলাদেশ আজ সারাবিশ্বে উদীয়মান অর্থনীতির রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। অর্থনীতির সব সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।'
এছাড়া তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ইসলামকে মানে না বলেই বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ ডেকে আবার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। সরকার জনগণের নিরাপত্তার জন্য যা যা দরকার তা সবই করবে।' তিনি বিশ্ব ইজতেমা চলাকালে অবরোধ কর্মসূচি আহ্বানের তীব্র সমালোচনা করে দেশবাসীকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাহিদ আহসান রাসেল এমপি।