স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ গাজীপুরে ককটেল হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে অবিলম্বে বিচার দাবি করেছে গাজীপুর জেলা আওয়ামী লীগ।
৪ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে বলা হয়, গত ২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় গাজীপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ সম্পাদক আফজাল হোসেন সরকার রিপনের মালিকানাধীন রিদওয়ান টাওয়ারে ককটেল হামলা হয়। এতে কেউ হতাহত না হলেও অল্পের জন্য রক্ষা পান রিপন সরকার।
ওই ঘটনায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে বিএনপি-জামায়াতকে দায়ী করে অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা কাজী আলিমুদ্দিন বুদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামীম, গাজীপুর জেলা যুবলীগের সভাপতি আলতাফ হোসেন ও ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা।
সাংবাদিক সম্মেলন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।